ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলেছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। অবশেষে প্রকাশিত হল তার ফলাফল। পাশের হারে সবার আগে রয়েছে পূর্ব মেদিনীপুর, হার ৯৬.৮১ শতাংশ৷ দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর৷ এদিন মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ১১৮ জনের মেধাতালিকা প্রকাশ করেন। প্রথম হয়েছেন কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। পেয়েছে ৬৯৭ নম্বর। দ্বিতীয় হয়েছে ২ জন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল ও মালদহ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রিফত হাসান। দু’জনেই পেয়েছেন ৬৯১।
৬ জন মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছে। সকলের প্রাপ্ত নম্বর ৬৯০। টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক মণ্ডল, বেড়াচাঁপা হাইস্কুলের ছাত্র সৌম্যদীপ মণ্ডল। এছাড়াও মালদহের রামকৃষ্ণ মিশন থেকে চারজন তৃতীয় হয়েছে। তাঁরা হল, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা, মাহির হাসান ও মহম্মদ ইমতিয়াজ। চারজন চতুর্থ হয়েছে। বনগাঁ কুমুদিনি উচ্চ বিদ্যালয় ছাত্রী সমাদৃতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীশ বারুই, পূর্ব মেদিনীপুর রঘুনাথ বাড়ি রামতারক স্কুলের তুহিন বেরা ও বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র অর্ক বন্দ্যোপাধ্যায়।
এবার মাধ্যমিকে ৯ জন পঞ্চম হয়েছে। তাদের সকলের প্রাপ্ত নম্বর ৬৮৮। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে দু’জন ষষ্ঠ স্থানে আছে। অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের সুপ্রভা আঢো, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের ছাত্র ঈশান পাল, বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল, চঞ্চলরানি গার্লস হাইস্কুলের ছাত্রী অনুশ্রেয়া দাস, মালদহের এসি ইনস্টিটিউশনের ছাত্র শুভজিৎ দেব, বনগাঁ কুমুদিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিদিশা কুন্ডু।