এগরা বিস্ফোরণ কাণ্ডের পর বেআইনি বাজি কারখানা নিয়ে সতর্ক রাজ্য সরকার। এবার পুলিশ সুপার এবং কমিশনারদের ছ’দফা নির্দেশ পাঠাল নবান্ন। ওই নির্দেশিকায় বলা হয়েছে— ১) বেআইনি বাজি তৈরির ব্যবসায় যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২) বেআইনি বাজি কারখানায় নিয়মিত নজরদারি চলবে। বিস্ফোরক পেলেই বাজেয়াপ্ত করতে হবে। ৩) বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নির্দিষ্ট নিয়ম মেনে নষ্ট করতে হবে।
৪) যাতে আর নতুন করে অসাধু ব্যবসায় যুক্ত হতে না পারেন তাই বেআইনি বাজি প্রস্তুতকারক সম্পর্কে সমস্ত তথ্য স্থানীয় থানাকেও জানিয়ে রাখতে হবে। ৫) বাজি কারখানায় সাধারণত স্থানীয় বাসিন্দারাই কাজ করেন। তাই প্রয়োজন হলে তাঁদের পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে স্থানীয় প্রশাসনকেই। ৬) স্থানীয় বাসিন্দাদের বেআইনি বাজি কারবারের অপকারিতা বুঝিয়ে বলতে হবে।
