আদানি তদন্ত শেষ করার জন্য প্রথমে তাদের দু’মাসের ডেডলাইন দিয়েছিল সুপ্রিম কোর্ট ল। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হলেও এখনও তদন্তে বিশেষ অগ্রগতি দেখাতে পারেনি সেবি। আর তাই তাদের আরও তিন মাস সময় দিল শীর্ষ আদালত। আগামী ১৪ আগস্টের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। তবে শীর্ষ আদালতের তিরস্কারের মুখেও পড়তে হয়েছে তদন্তকারী সংস্থাকে। এ পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্টও জমা দিয়ে বলা হয়েছে।
সূত্রের খবর, সেবির তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে আদানিদের বিরুদ্ধে এখনও এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যাতে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়। এই তদন্তে আরও মাস ছ’য়েক সময় প্রয়োজন। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালর ডিভিশন বেঞ্চ সেই আবেদন পুরোপুরি মানতে চায়নি। আদালত স্পষ্ট বলে দেয়, ‘তদন্তের জন্য অফুরান সময় দেওয়া সম্ভব নয়।’ তিন বিচারপতির বেঞ্চ বলে, ‘আপনাদের আগে ২ মাস সময় দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে আগস্ট পর্যন্ত করা হল। যদি তদন্তে সত্যিই কোনওরকম সমস্যা হয়, সেটা আমাদের জানান।’