‘বিহার থেকেই প্রজ্বলিত হবে হিন্দুত্বের শিখা’, হিন্দুত্ব নিয়ে ধীরেন্দ্র শাস্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শেখালেন সংবিধানের পাঠ। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী এবং নীতীশ কুমারের বাকযুদ্ধে তপ্ত রাজনীতি।
ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মধ্যপ্রদেশের বিজেপি সরকারের তরফে প্রশংসিত হয়েও পাটনায় অবতরণের করার তিন দিন পরে, বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতিক্রিয়া এখন সংবাদ শিরোনামে। ১৩ মে একটি পাঁচ দিনের ধর্মীয় অধিবেশন অংশ নিতে পাটনা সফরে এসেছেন তিনি। তবে এর মাঝেই বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘনের কথা বলা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামে সকল ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন, তাদের কারুর অবদানকে অসস্বীকার করা যায় না। দেশের সংবিধানে সকল ধর্মের মানুষকে সমানাধিকারের কথা উল্লেখ রয়েছে সেটা আমাদের সকলকে মেনে চলতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এ ধরনের কথা বলছেন, তারা কি স্বাধীনতার আগে জন্মেছেন? রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ফিরে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আপনি যে কোন ধর্ম পালন করুন, তাতে কোন বাধা নেই। কিন্তু কোন ধর্মের ভিত্তিতে কোন রাজ্যের নামকরণ এই প্রবণতা আশ্চর্যজনক। এটা কি কখনও সম্ভব? বিহারে সব মানুষের স্বার্থে কাজ করা হয়। বিহারে কোন ধর্মের মানুষের কোনপ্রকারের অসুবিধা নেই’।