বুধবার নবান্নে পৌঁছে ১৪তলায় নিজের দফতরে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সটান পৌঁছে যান ছ’তলায় ভূমি ও ভূমিসংস্কার দফতরে। তারপর সেখানে ঢুঁ মেরেই সোজা চলে যান নবান্নের ১২ তলায়। সেখানে রয়েছে রাজ্যের অর্থ এবং বাজেট দফতর।
এই দুই দফতরে কী কারণে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তা স্পষ্ট নয়। তবে দেখা যায় সেখানে গিয়ে আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলছেন তিনি।
এর আগে ১৫ মার্চ নবান্নের পাঁচ তলায় পার্বত্য বিষয়ক দফতরে হঠাৎ হানা দিয়েছিলেন মমতা। তার কয়েকদিন আগেই ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছিলেন। সেইদিন ওই দফতরে হাজিরা বেশ কম ছিল। দফতর পরিদর্শন করতে গিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দুপুরবেলা দেখতে পান, বহু চেয়ার ফাঁকা। টেবিলে ডাঁই হয়ে পড়ে রয়েছে ফাইল। সেদিন দৃশ্যতই বিরক্ত দেখিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এদিন কী কারণে মুখ্যমন্ত্রী দু’টি দফতর পরিদর্শন করলেন তা নিয়ে কৌতূহল রয়েছে।
দু’দিন আগেই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সিপিএম প্রভাবিত কর্মচারী সংগঠনের সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোঅর্ডিনেশন কমিটির লোকেরা বিভিন্ন দফতরে বসে রয়েছেন। তাঁরাই সরকারের কাজে বাগড়া দিচ্ছে। এদিন সেই জন্যেই নবান্ন পরিদর্শনে গিয়েছিলেন বলে মনে করছেন অনেকে।