কর্ণাটকের ফল প্রকাশের পর লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল নিয়ে মতপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতকে সমর্থন জানালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সোমবার মমতা বলেন, যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেখানে সেখানে তাকে সমর্থন করবেন তাঁরা। পাশাপাশি কংগ্রেসকেও অন্য দলকে সমর্থন করতে হবে। এই মতকেই সমর্থন জানিয়ে অখিলেশ বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে তাকে সমর্থন করবে সমাজবাদী পার্টি।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন, যে সব রাজ্য তাঁর দল শক্তিশালী সেখানে তাঁরা প্রার্থী দেবেন। তিনি বলেন, দলীয় বিবৃতি অনুসারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অন্যান্য বিরোধী দলগুলি একই মত পোষণ করে।
কিছু দিন আগে আরজেডি নেতা তেজস্বী যাবদের সঙ্গে দেখা করেন অলিখেশ। বছরের শুরুতে তেলেঙ্গানায় বিআরএস-এর একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টি প্রধান। কর্ণাটকের ফল প্রকাশের পর তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।
বিজেপিকে হারানোর জন্য কর্ণাটকের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা ঘৃণা ছড়ায় তাদের জনগণ তাদের প্রত্যাখান করেছে। বিজেপি সমাজে দ্বন্দ্ব তৈরি করার জন্য কাজ করে।’ তিনি আরও বলেন,’ভোটে জেতার জন্য বিজেপি নানা কৌশল অবলম্বন করে। গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের এক সঙ্গে লড়াই করতে হবে।’