ভেরিফিকেশন ও পুলিশ ভেরিকেশনের জন্য বহুদিন ধরেই ঝুলে রয়েছে আবেদন। অবশেষে এনার রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবিলম্বে ২৭৮৬ জনকে নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থীরা চাকরি পাবেন কমপেনসেটারি গ্রাউন্ডে। অর্থাৎ এঁদের কারও বাবা বা মায়ের চাকরিরত অবস্থায় মৃত্যু হয়েছে। পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের চাকরি দেওয়া হবে। বর্তমান এমন ২৭৮৬ জনের আবেদনের নিষ্পত্তি হয়নি। মুখ্যমন্ত্রী সেই আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সমস্ত দফতরওয়াড়ি তথ্য আনিয়েছে নবান্ন। তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আবেদন ঝুলে রয়েছে স্বরাষ্ট্র দফতরে। এছাড়া পূর্ত দফতর, স্বাস্থ্য দফতরেও বহু আবেদন পেন্ডিং রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন, আইনগত জটিলতা ছাড়া যে সমস্ত দফতরে শূন্যপদ রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে। পাশাপাশি, সূত্রের খবর কমপেনসেটারি গ্রাউন্ডেও যে চাকরি গুলি ঝুলে আছে সেগুলি যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন মমতা।