বাংলার পূর্বতন বাম সরকারকে ফের একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের আগে একাধিক বেআইনি কাজ সিপিএম করে গিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার একবালপুরে যান মুখ্যমন্ত্রী। দিন দুয়েক আগে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই এলাকায় পরিদর্শনে গেলেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই এলাকায় বিদ্য়ুত চুরির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারা। সেই প্রসঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি, কলকাতা পুরসভার বৈঠক রয়েছে বুধবার।
এদিন সাংবাদিকদের তরফে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ আনেন স্থানীয়রা। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী দাবি করেন, “২০১১ সালের আগে যা যা বেআইনি কাজ সিপিএম করে এখন ছুপা রুস্তম সেজে বসে আছে। যদি খাতা বা ফাইল খোলা হয় তো দেখা যাবে কাজের চেয়ে অকাজের কাজ বেশি করে গেছে। এমন কাজ করেছে যে ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। বাধ্য হয়ে আমরা দমকলের স্কুটার তৈরি করলাম।” বাড়িগুলি আইন মেনে নির্মিত হোক, এমনই জানিয়েছেন মমতা।