‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে আবার নতুন করে বিতর্ক। এবার এই ছবিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ঝগড়ার কারণে কাশ্মীরি ছাত্রদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। তার জেরে প্রতিবাদে নেমেছেন অনেকেই। জড়িয়ে পড়েছেন রাজনীতিবিদরাও। ঘটনাটি ঘটেছে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলে।
অভিযোগ, এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের কোনও এক পড়ুয়া নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিটি ডাউনলোডের লিংক দেন। তাতে কাশ্মীরি এক ছাত্র প্রতিবাদ করেন। তিনি নাকি বলেন, এটি পড়াশোনার জিনিসপত্র লেনাদেনার গ্রুপ। সেখানে এমন সিনেমার লিংক দেওয়া ঠিক নয়। তাতেই নাকি প্রথম বর্ষের এই পড়ুয়া উত্তেজিত হয়ে ওঠেন। তিনি নাকি পরে সিনিয়র কয়েক জনকে নিয়ে রাতের বেলা ওই কাশ্মীরি ছাত্রের ঘরে হাজির হন। এবং তাঁকে মারধর করেন বলেই অভিযোগ।
এখানেই শেষ নয়, এই ঘটনার সঙ্গে জড়িয়েছে বহিরাগতদের নামও। অভিযোগ ওই রাতেই হোস্টেলে হাজির হন কয়েক জন বহিরাগতও। তারা কাশ্মীরি ছাত্রদের উপর অত্যাচার চালান। তাঁদের মারধর করেন। এমনই দাবি করা হয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর তরফে। এই ঘটনায় এক ছাত্রকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।