যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি ফেডারেশনের বরখাস্ত সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে সরব দেশের প্রথমসারির কুস্তিগিররা। দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ারা। তবে এবারও সেই ব্রিজভূষণের পাশেই থাকছে মেরি কমের নেতৃত্বাধীন তদন্ত কমিটি।
এই কমিটির দাবি, ব্রিজভূষণ নাকি বাবার মতো সম্মানীয় মানুষ! তিনি মহিলাদের হেনস্তা করতেই পারেন না! তাঁর ‘স্নেহের স্পর্শ’-কে হেনস্থা বলে ভেবে ভুল করেছেন কুস্তগিররা! এমনটাই দাবি করেছে মেরি কমের কমিটি। এমনকি অভিযোগকারী মহিলা কুস্তিগীরদের বলা হয়েছে, তাঁদের হেনস্তার অডিয়ো এবং ভিডিয়ো প্রমাণ দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন কুস্তিগীর একটি সর্বভারতীয় সংবাদপত্রে সাক্ষাৎকার দেন। সেখানেই একজন দাবি করেন, ‘কমিটির এক সদস্য বলেন, ব্রিজভূষণ আসলে বাবার মতো মানুষ। তিনি হয়তো স্নেহের বশেই কুস্তিগিরদের স্পর্শ করেছেন। কিন্তু সেটাকে ভুল বুঝে যৌন হেনস্তা হিসাবে মনে করছে সকলে’। আরও এক প্রথমসারির কুস্তিগীর বলেন, ‘মেরি কমের কমিটির সদস্যরা হেনস্তার অডিও এবং ভিডিও প্রমাণ চেয়েছেন।