চার বছর বাদে ফের লা লিগা খেতাব এল বার্সেলোনায়। বিগত ২০১৯ সালে শেষ বার স্প্যানিশ লিগ এসেছিল ক্যাম্প ন্যু-তে। এরই মাঝে ক্লাব ছেড়ে দেন লিওনেল মেসি। অনেক ভাঙা-গড়া শেষে আবার ঘুরে দাঁড়াল বার্সা। আর এক ঘরের ছেলে জাভির হাত ধরেই ফের লিগ চ্যাম্পিয়ন হল কাতালান ক্লাবটি। রবিবার এসপ্যানিয়োলকে হারানোর পরেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের তফাত দাঁড়ায় ১৪-তে। যা ৪ ম্যাচ জিতলেও টপকাতে পারবে না রিয়াল। এই জয়ের নেপথ্যে বড় কারণ বার্সার এল ক্লাসিকো জয়। সেখানেই লিগের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যায়।
প্রসঙ্গত, রবিবার ১১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন লেয়নডস্কি। ২০ মিনিটে ব্যবধান বাড়ান আলেজান্দ্রো বালডে। বিরতির আগে নিজের দ্বিতীয় গোল করেন লেয়নডস্কি। বিরতির পরে বার্সার হয়ে চার নম্বর গোল করেন জুলস কুন্ডে। এসপ্যানিয়োল দু’টি গোল শোধ করলেও তাতে খেলার ফলে কোনও প্রভাব পড়েনি। ম্যাচ ও সেই সঙ্গে লিগ, দু’টিই জিতে মাঠ ছাড়ে বার্সা। বিগত ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সঁ জরমঁ-তে যোগ দেন। তার পর থেকে একের পর এক ব্যর্থতার শিকার হয় বার্সা। এই পরিস্থিতিতে জাভির উপরেই দায়িত্ব দেন ক্লাবের কর্তারা। জাভি নিজের মতো দল তৈরি করেন। সেখানে লেয়নডস্কির মতো অভিজ্ঞ স্ট্রাইকারের পাশাপাশি গাভি, পেদ্রি, রাফিনহার মতো তরুণদের নিয়ে আসেন তিনি। তাঁরাই আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন সমর্থকদের। এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে, মেসিকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। মেসি যে পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত। তবে তিনি বার্সায় যোগ দিলে আবার মেসি-জাভি যুগলবন্দি দেখা যেতে পারে কাতালান ক্লাবে। সেই আশাতেই বুক বাঁধছেন ‘কুলে’রা।