ফের স্বজনপোষণের রাজনীতির অভিযোগ উঠল মোদী সরকারের বিরুদ্ধে। যা ঘিরে তুঙ্গে শোরগোল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অধিকর্তার পদে বসানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগত হিসেবে পরিচিত প্রবীণ সুদকে। সিবিআই এর ডিরেক্টর পদে বসার আগে কর্ণাটকের ডিজিপি পদে কর্মরত ছিলেন প্রবীণ। তিন পুলিশকর্তার নামের তালিকা থেকে তাঁকে বেছে নেওয়া হয় এই পদের জন্য। প্রসঙ্গত, সিবিআইয়ের অধিকর্তা বাছাই করে কেন্দ্রীয় কমিটি। যে কমিটির সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা। শনিবার বিকেলেই এই শীর্ষ কমিটির বৈঠকে প্রাথমিকভাবে তিন পুলিশ কর্তার নাম বেছে নেওয়া হয়।
অবশেষে এই তিন জনের মধ্য থেকে অবশেষে দায়িত্ব দেওয়া হল মোদী-অনুগত প্রবীণ সুদকে। গত মার্চ মাসে প্রবীণ খবরের শিরোনামে এসেছিলেন বিজেপির হয়ে কাজ করার অভিযোগে। প্রবীণ বিজেপিকে রক্ষা করছেন বলে অভিযোগ করেছিলেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। উল্লেখ্য, বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। তাঁর মেয়াদ শেষ হয়ে যেতে চলেছে ২৫শে মে। তার আগে নতুন ডিরেক্টর নিয়োগ করল কেন্দ্রীয় কমিটি। একজন সিবিআই ডিরেক্টর দু বছর ধরে ওই পদে থাকেন। শনিবার কেন্দ্রীয় কমিটির তরফে যে তিনজন পুলিশ কর্তার নাম বাছাই করা হয় তাঁদের মধ্যে প্রবীণ সুদ ছাড়াও ছিলেন সুধীর সাক্সেনা ও তাজ হাসান। প্রবীণ সুদ ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার। তাঁর নিয়োগ নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে বিতর্কের ঝড়। সরব হয়েছে দেশের একাধিক মহল।