নীতি আয়োগ-এর বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে যোগ দিলেও নবান্ন থেকে কেন্দ্রকে কড়া আক্রমণও করলেন। তাঁর অভিযোগ, কিছু বলতে না দিয়ে বসিয়ে রাখা হয়। আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগ এর বৈঠকে যোগ দিতে যাবেন তিনি।
রাজ্যের দাবিদাওয়া আদায় করতে যে তিনি দিল্লি যাচ্ছেন সে কথা জানানোর পাশাপাশি নিজের ক্ষোভের কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বৈঠকে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। সবার শেষে বলতে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন ‘সবার শেষে সূর্যাস্তের পর আমায় বলতে দেবে। ওদের কাছে সূর্যোদয়ের আগে আমার মুখ দেখা যায় না’।
ক্রমবিন্যাস অনুযায়ী পশ্চিমবঙ্গের নাম সব রাজ্যের শেষে থাকে, সে কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাকে হয়তো বলতে দেবে সবার শেষে রাত্রিবেলা। তা আর কী করা যাবে, আমায় বলতেও দিতে চায় না’।
নীতি আয়োগ ও যোজনা কমিশনের তুলনা টেনে আনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ‘আগে যোজনা কমিশন ছিল, আমরা বলতাম। কাজ হতো।এখন তো নীতি আয়োগ’। তারপরেই তিনি বলেন ‘থাক আর কিছু বলব না। পুরোটাই জিরো জিরো জিরো’। তবে এ বারের নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী কোন প্রসঙ্গ তুলবেন, সেই সম্পর্কেও জানালেন তিনি। তিনি বলেন ‘এ বার ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ নিয়ে আলোচনা হবে’।