কর্ণাটক ভোটের ফল প্রকাশের দিন বিজেপির পরাজয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও কংগ্রেসের প্রশংসায় একটি শব্দও খরচ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, কংগ্রেসের ব্যাপারে নীরব কেন তৃণমূল নেত্রী? জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা বললেও কেন কংগ্রেসের নাম মুখে আনছেন না তিনি! সোমবার নিজেই তাঁর সেই অবস্থানের ব্যাখা দিলেন মমতা। বললেন, অন্তত ২০০ আসনে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই রয়েছে কংগ্রেসের। সেখানে কংগ্রেস ভাল করে লড়ুক। তৃণমূল তাদের সমর্থন করবে। তবে কংগ্রেসেরও উচিত অন্যদের সম্মান করা, তাদের সমর্থন করা। মমতার কথায়, আমরা ওদের সমর্থন করব আর ওরা এখানে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, সেটা তো হয় না।
এদিন তিনি আরও বলেন, ‘যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী সেখানে বিজেপি লড়াই করতে পারে না। বিহার, উড়িষ্যা, বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গনা, পাঞ্জাব, সব জায়গায় আঞ্চলিক দল শক্তিশালী। সেখানে বিজেপি হেরেছে। কংগ্রেস যেখানে শক্তিশালী এবার তাদের সেখানে ভাল করে লড়া দরকার।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা তাঁর পুরনো অবস্থানটাই নতুন মোড়কে বোঝাতে চেয়েছেন। তা হল, যে আঞ্চলিক দল যেখানে শক্তিশালী, তারা একাই সেখানে বিজেপির বিরুদ্ধে ভোটে লড়ুক। আসলে এটা ঠিক যে বিজেপি আঞ্চলিক দলগুলির সঙ্গে পেরে উঠছে না। অন্যদিকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, গুজরাত, মহারাষ্ট্রে কংগ্রেস জমি হারানোর ফলেই বিজেপির আসন বেড়েছে।