‘পোস্টার, ব্যানার দেখিয়ে ভোট পাওয়া যায় না। মানুষের মন পেতে হলে জনসেবা করতে হয়।’ এবার এমনই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাডকরি। ভোটমুখী রাজস্থানের শিকার জেলায় এক অনুষ্ঠানে বলা তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজনীতির কারবারিদের মতে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশেই এই কথা বলতে চেয়েছেন প্রাক্তন বিজেপি সভাপতি গাডকরি।
প্রসঙ্গত, সদ্যই কর্ণাটক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। গতবারের তুলনায় ৩৮ আসন কম পেয়েছে তারা। যথারীতি সেখানেও প্রচারে বিজেপির মুখ ছিলেন মোদী। তাই কর্ণাটক ভোটের ফল প্রকাশের দু’দিনের মাথায় গাডকরির এই মন্তব্যের উদ্দেশ্য যে স্বয়ং প্রধানমন্ত্রীই, এমন কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপির অন্দরেই। এমনিতেই মজার ছলে ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক কথা বলাতে বেশ নামডাক আছে গাডকরির। আবার তিনি আত্মপ্রচারেরও তীব্র বিরোধী। ধর্মীয় বিভেদ বিচ্ছেদের রাজনীতিতেও সুর মেলান না কখনও। সব মিলিয়ে মোদী-শাহ জমানার চলতি ঘরানার বিপরীতের মানুষ তিনি। তাই মোদীর উদ্দেশেই তিনি এ হেন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।