আজ হঠাৎই প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। যার জেরে দু’ঘণ্টারও বেশি সময়ের জন্য ব্যাহত হাওড়া মেন শাখার ট্রেন চলাচল। অন্যদিকে ওভারহেডের তার বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এদিন সন্ধেয় হাওড়া মেন শাখায় হিন্দমোটর ও কোন্নগর স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়ে হাওড়া-আরামবাগ লোকাল। প্রায় দু’ঘণ্টার বেশি সময় একই স্টেশনে দাঁড়িয়ে থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। অন্য লাইন দিয়ে বাকি লোকালগুলিকে যাওয়ার জায়গা করে দিলেও বেশ কিছু ট্রেন সময়ের চেয়ে অনেক পরে পৌঁছচ্ছে গন্তব্যে।
পাশাপাশি নামখানা স্টেশনের কাছে ওভারহেডের তার বিচ্ছিন্ন হওয়ায় শিয়ালদহ দক্ষিণের শাখায় দীর্ঘক্ষণ বন্ধ রেল পরিষেবা। মাঝপথে আটকে পড়ায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা। শহরের মোট ১৯টি জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভিক্টোরিয়া থেকে বেহালা, লেক গার্ডেন্স, আলিপুর-সহ গুরুত্বপূর্ণ এলাকার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ছোট ছোট দোকানপাট। ভিক্টোরিয়ার কাছে গাড়ির উপরে গাছের ডাল ভেঙে পড়ায় দুমড়েমুছড়ে যায় একটি গাড়ি। ঝড়বৃষ্টিতে আহত হয়েছেন এক ব্যক্তি বলেও জানা গিয়েছে। তাঁকে দ্রুত ভর্তি করা হয়েছে হাসপাতালে।