আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলাজুড়ে জনসংযোগ দৃঢ়তর করতে তৎপর শাসকদল তৃণমূল। বর্তমানে রাজ্যের জেলায় জেলায় ‘নবজোয়ার কর্মসূচি’তে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ও ২২শে মে পুরুলিয়ায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি তাঁর। তিনদিনের প্রাথমিক কর্মসূচির কথা থাকলেও এই জেলায় দু’দিনে কর্মসূচি শেষ করা হবে। দু’দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মোট ন’টি রোড শো , দু’টি জনসভা ও দু’টি অধিবেশন করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
উল্লেখ্য, ৪০০ কিমির বেশি এই জনসংযোগ যাত্রায় জেলার ২০টি ব্লকের মধ্যে ১৬ টি ব্লক ছুঁয়ে যাবেন অভিষেক। সব মিলিয়ে এই কর্মসূচিকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছেন জেলার তৃণমূল নেতা-কর্মীরা। এমনকী সাধারণ মানুষজনদের মধ্যেও একটা আলাদা উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। জেলার মানুষজনের আশা, তাঁর জনসংযোগ যাত্রায়, অনেক সমস্যারই সুরাহা হবে। কাজেই অভিষেকায় অপেক্ষায় রত পুরুলিয়ার সমস্ত বনমহল।