চোটের কারণে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ম্যাচে কাকে দেখা যাবে সহ-অধিনায়ক হিসাবে? একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেতেশ্বর পূজারাই সেই দৌড়ে এগিয়ে। আগামী ২৩শে মে আইসিসি-র কাছে চূড়ান্ত দল জমা দেবে বিসিসিআই। সেখানেই পূজারার নাম আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। “পুজারাকে সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে। প্রত্যেকেই জানে যে সরকারি ভাবে ওর নাম ঘোষণা করা হয়নি। চূড়ান্ত দল পাঠানোর সময়েই সেটা ঘোষণা করা হবে”, বক্তব্য বোর্ডের এক সূত্রের।
উল্লেখ্য, এই মুহূর্তে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন পূজারা। কিছুটা বিরতি নিয়ে ভারতীয় দলে যোগ দেওয়ার কথা তাঁর। বোর্ডের উক্ত সূত্র জানিয়েছেন, “সাসেক্সের খেলা শেষ হলে পূজারা কিছুটা বিরতি নেবে। তার পর তরতাজা হয়ে ভারতীয় শিবিরে যোগ দেবে। একটানা ক্রিকেট খেলে চলেছে ও। তাই ফাইনালের আগে কিছুটা বিরতি দরকার। ২৮-২৯শে মে নাগাদ ওর ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা।” কাউন্টি ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন পূজারা। একাধিক শতরান রয়েছে নামের পাশে। ইংল্যান্ডে খেলতে নামার আগে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকার কথা তাঁর। কারণ দীর্ঘ দিন ইংল্যান্ডের মাটিতে থেকে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি লিস্টারশায়ারের বিরুদ্ধে ১২৮ বলে ৭৭ রান করেছেন ভারতীয় ব্যাটার।