রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা পুলিশের ১২ হাজারের বেশি শূন্যপদে পূরণের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এর জন্য খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশে এখন মোট অনুমোদিত পদের সংখ্যা ৩৫ হাজার ৬০৯। কিন্তু তার মধ্যে ২৩ হাজার ২৬৮ জন কলকাতা পুলিশের বিভিন্ন পদে কাজ করছেন। অর্থাৎ, ১২ হাজার ৩৪১টি শূন্যপদ রয়েছে। পুলিশের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে এত শূন্যপদ যে যথেষ্ট উদ্বেগের, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। গত বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে পুলিশের সমস্ত শূন্যপদে নিয়োগ শেষ করতে হবে। আধিকারিকদের কড়া ধমক দিয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন তিনি। তারপরই এখন কলকাতা পুলিশের অন্দরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরমে পৌঁছেছে তোড়জোড়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদে নিয়োগ হয়নি। এর ফলে সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবলের সংখ্যা ক্রমাগত কমছে। আর পর্যপ্ত কর্মী ও আধিকারিক না থাকায় ভুগতে হচ্ছে কর্মরত কর্মী ও আধিকারিকদের। কাউকে কাউকে তো টানা ২০ ঘন্টা পর্যন্ত ডিউটি দিতে হচ্ছে। কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টরের অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ১১৯। এর মধ্যে মহিলাদের জন্য রয়েছে ২০০টি পদ। সেই জায়গায় বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১ হাজার ৫২৬ জন। এর মধ্যে ১ হাজার ৪০৫ জন পুরুষ ও বাকিরা মহিলা। অর্থাৎ মোট ৫৯৩টি শূন্যপদ রয়েছে সাব-ইনস্পেক্টর র্যাঙ্কে। ট্রাফিক সামলানো এবং থানার বিভিন্ন কাজকর্মের দায়িত্ব সার্জেন্ট পদমর্যাদার অফিসারদের কাঁধে থাকে। কলকাতার পুলিশের তথ্য বলছে, এক্ষেত্রে ৫৯২ জন সার্জেন্ট পদমর্যাদার অফিসারের ঘাটতি রয়েছে। আবার নজরদারি থেকে টহলদারির ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যায় প্রয়োজন হয় কনস্টেবলদের। সেই পদে নিয়োগ স্বাভাবিকভাবে বেশি হয়। কিন্তু এখন এই র্যাঙ্কেই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কলকাতা পুলিশের বাহিনীতে। সেখানে পুরুষ ও মহিলা মিলিয়ে কনস্টেবলের অনুমোদিত পদের সংখ্যা ২৩ হাজার ৪৯৭। অথচ এখন সেখানেই ৮ হাজার ৬৫৬টি পদ ফাঁকা পড়ে আছে। সেই হিসাবে দেখা যাচ্ছে, খুব শীঘ্রই কলকাতা পুলিশের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি বার হতে চলেছে সেখানে সাব-ইন্সপেক্টর পদের জন্য ৫৯৩টি পদ তুলে ধরা হবে। আবার সার্জেন্ট পদের জন্য ৫৯২টি পদ তুলে ধরা হবে। কনস্টেবল পদে সব থেকে বেশি সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। কেননা সেখানে খালি পদের সংখ্যা ৮৬৫৬। এর বাইরেও আরও অনান্য পদের জন্য ২৫০০ জনকে নিয়োগ করা হতে পারে। সব মিলিয়ে মোট ১২৩৪১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করতে চলেছে লালবাজার, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।