এবার বাংলায় পা রাখতে চলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা ফুটবল দলের গোলরক্ষক মার্টিনেজ। কলকাতায় এসে সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর এমনটাই। কাতারে ফ্রান্সের পেনাল্টি শ্যুট আউটে দু’টি শট আটকে রাতারাতি ‘স্টার’ হয়ে গিয়েছিলেন মার্টিনেজ।
সেই তিনিই কিনা আসবেন কলকাতা দেখতে। আর সিটি অব জয়ে পা রেখেই তিনি দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শোনা যাচ্ছে এমনটাই। গত ১৯ ফেব্রুয়ারি জানা গিয়েছিল, ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত বার্সেলোনা গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্টিনেজকে। তবে কলকাতায় এসে তিনি কী কী করবেন তা অবশ্য জানা যায়নি।