প্রকাশিত হয়েছে এবছরের আইএসসিই পরীক্ষার ফলাফল। ২০২৩-এ পাঁচ ছাত্রের মধ্যে বাংলার দুইজন ৯৯.৭৫ শতাংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুল থেকে শুভম কুমার আগরওয়াল এবং কলকাতার হেরিটেজ স্কুল থেকে মান্য গুপ্তা ৪০০-র মধ্যে ৩৯৯ নম্বর পেয়েছে। বাকি তিনজন টপার হলেন গুয়াহাটি, থানে এবং লখনউ থেকে। ইতিমধ্যে, ভারত জুড়ে নয়জন ছাত্রের মধ্যে যারা আইসিএসসই-তে প্রথম স্থান অর্জন করেছে, একজন বাংলার। বাকি আটজন টপার জামশেদপুর, বেঙ্গালুরু, মুম্বাই, থানে, মালাদ ইস্ট এবং আগ্রার।
উল্লেখ্য, কাউন্সিলের রাজ্য মেধা তালিকায় পাঁচজন পড়ুয়া ৫০০ নম্বরের মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তালিকায় রয়েছেন, অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল পার্ক স্ট্রিটের অনুরাগ নন্দী, নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমি মালদার ত্রিশা বেহানি, ডি পল স্কুল কলকাতার শ্রেয়সী বিশ্বাস, বিবেকানন্দ মিশন স্কুল জোকা-এর সাবিকি ইবনে খান, গার্ডেন হাই স্কুল কলকাতার আরণ্যক রায়। ১৬ জন পড়ুয়া রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। দ্বাদশ শ্রেণির ফলাফলের মতোই, মেয়েরা আইসিএসই ফলাফলে ছেলেদেরকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ ৯৯.০১ শতাংশের সাথে দশম শ্রেণির পাশের শতাংশ, ছেলেদের পাশের হার ছিল ৯৮.৪৭ শতাংশ। রাজ্যে পরীক্ষায় অংশ নেওয়া ৪১,৫০৬ জন পরীক্ষার্থী মধ্যে পাশ করেছে ৪০,৯৭১ জন পরীক্ষার্থী।