গতকালই কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। আর এবার সরাসরি তাঁদের হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে খড়গপুরে চা চক্রে তিনি বলেন, ‘ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে তারা রিজাইন করাক। যত মাহাতো এমপি আছে, এমএলএ আছে রিজাইন করাক।’
প্রসঙ্গত, আন্দোলন চলাকালীন জঙ্গলমহলে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কুড়মি সমাজ। এলাকায় রাজনৈতিক নেতাদের ঢোকা নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই বারণ না মেনে রবিবার লালগড়ে সভা করতে গিয়ে কুড়মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার রাস্তার উপর বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখাও হয় তাঁকে। গাড়ি থেকে নেমে দিলীপ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলে কুড়মিদের উপজাতিভুক্ত করার দাবি নিয়ে কেন কেন্দ্র সদিচ্ছা দেখাচ্ছে না, তাঁর কাছে এর জবাব চাওয়া হয়। একইসঙ্গে ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচি চলাকালীন তিনি কেন লালগড়ে এসেছেন, তার জবাবও চাওয়া হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মেদিনীপুরের সাংসদ।