বিজেপিকে ধরাশায়ী করে কর্ণাটক দখলই শুধু নয়, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে গিয়ে বিপাকে পড়েছে দল। রবিবার বিধায়কদের নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন কংগ্রেসের পর্যবেক্ষকরা। তবে জানা গিয়েছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে দলীয় হাইকম্যান্ডই। দিল্লীতে যেতে পারেন মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার। তবে আপাতত কর্ণাটকেই রয়েছেন দুই নেতা।
প্রসঙ্গত, রবিবার বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে বৈঠক সেরেছেন সদ্যনির্বাচিত বিধায়করা। মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে কংগ্রেস। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে সেই কমিটির সদস্যরা আলোচনা করেছেন বলেই সূত্রের খবর। তবে দীর্ঘ বৈঠকের পরেও সিদ্ধান্ত নেওয়া যায়নি।
আপাতত শোনা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময়ে আলোচনায় বসবে দলীয় হাইকম্যান্ড। দিল্লিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করবেন খাড়গে। সেখানে উপস্থিত থাকবে কর্ণাটকের কমিটির তিন সদস্যও। এমনকি ডেকে পাঠানো হতে পারে সিদ্দারামাইয়া ও শিবকুমারকেও।