ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা৷ কারণ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তাঁর গ্রেফতারির দাবি এখনও পূরণ হয়নি। তাই দিল্লীর যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে দেশকে পদক এনে দেওয়া এই কুস্তিগিররা। সুবিচারের আশায় এবার কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি লিখলেন তাঁরা। এক নারীই হয়ে উঠছে পারেন অন্য নারীর সবচেয়ে বড় কণ্ঠস্বর। এই আশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪১ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখলেন কুস্তিগিররা।
চিঠিতে তাঁরা লিখেছেন, ‘আমরা, ভারতে মহিলা কুস্তিগির ফেডারেশন সভাপতির যৌন হেনস্তার শিকার। তিনি সভাপতি থাকাকালীন একাধিকবার যৌন নিগ্রহ করেছেন। তাঁর বিরুদ্ধে সুর চড়ানোর চেষ্টা করা হলে সুবিচার পাওয়া তো দূরস্ত, কুস্তিগিরদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন তিনি। এবার মাথার উপর জল উঠে গিয়েছে। মহিলা কুস্তিগিরদের সম্মান রক্ষার জন্য লড়াই ছাড়া আর কোনও উপায় নেই।’ এরপরই যোগ করা হয়েছে, ‘গত ২০দিন ধরে আমরা যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে সভাপতির ক্ষমতা শুধু আমাদের প্রশাসনের শিরদাঁড়া ভেঙেই দেয়নি, সরকারকে মূক ও বধিরও করে দিয়েছে। ক্ষমতাসীন দলের মহিলা সাংসদ হিসেবে আপনাদের কাছে আমাদের আশা, আপনারা সাহায্য করবেন। দয়া করে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের কণ্ঠস্বর হয়ে উঠুন। আশা করি একটু সময় বের করে যন্তরমন্তরেও আসতে পারবেন।’