আগামী ২৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। ওইদিন বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবে ছাত্রছাত্রীরা। ৩১ মে মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে পড়ুয়ারা।
সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন, আগামী ২৪ মে, বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ওই দিন বেলা ১২টায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে সংসদ।
উল্লেখ্য, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৫২ হাজার। এবারেই প্রথমবার একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নতুন এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপানো হয়। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ছিল এমসিকিউ-এর উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা। এবং পরবর্তী দু’টি পৃষ্ঠা নির্দিষ্ট করে দেওয়া হয় এসএকিউ-এর উত্তর লেখার জন্য।