আজ, সোমবার তাঁর ৪ দিনের পূর্ব বর্ধমান জেলা সফরের শেষ দিন। আর তাই এদিন দলের সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে দলীয় অধিবেশন থেকে তিনি জেলার নেতাদের উদ্দেশে বলেন, ‘রাস্তার টাকা, ১০০ দিনের কাজের টাকা। কেন্দ্র দেয় ৬০ শতাংশ, রাজ্য ৪০ শতাংশ দেয়৷ আমাদের ব্যর্থতা, আমরা মানুষকে এটা বোঝাতে পারিনি৷ সবাই রাজ্যকে দোষ দেয়৷ পূর্ব বর্ধমান জেলার নেতাদের বলব আগামী এক মাস গ্রামে গ্রামে গিয়ে সবাইকে এটা বোঝান।’
প্রসঙ্গত, জামালপুর থেকে রায়না যাওয়ার পথে বড়বৈনান বলে একটি গ্রামে যান অভিষেক ৷ গ্রামের মহিলারা তাকে রাস্তা নিয়ে বেশ কিছু অভিযোগ করেন৷ আর তারই পরিপ্রেক্ষিতে তিনি সেখানে দাঁড়িয়েও গ্রামবাসীদের কেন্দ্র ও রাজ্যের অর্থের পরিমাণ জানান৷ সিপিএম-বিজেপিকেও নিশানা করেছেন অভিষেক। তিনি বলেন, ‘কেউ কখনও ভাবেনি যে সিপিএম সরকারকে সরানো যাবে। আড়াই লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছিল সিপিএম। টাকা কোথায় গেল? কোনও কাজ করেছে? অমিত শাহ বলেছিলেন ৩৫ টা সিট পাব। সরকার পড়ে যাবে। তার মানে কি? ৩৫ সিট পেয়ে ২৫-এ সরকারটা ভেঙে দিত ওরা। এটাই বলতে চেয়েছিল। বিধির বিধান দেখুন, কর্ণাটক ফুস হয়ে গেছে।’