কর্ণাটকে পদ্ম সাফ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কংগ্রেস। ম্যাজিক ফিগারের থেকে ২২টি আসন বেশি সরকার গঠনের পথে তারা। শুধু তাই নয়। কর্ণাটকের এই বিশাল জয়ের ফলে রাজ্যসভায় হাত শিবিরের সদস্য সংখ্যাও বাড়বে। এই রাজ্য থেকে আরও সতীর্থ পাবেন মল্লিকার্জুন খাড়গে। আগামী বছরের এপ্রিল মাসে কর্ণাটকের যে তিনটি রাজ্যসভা আসনে নির্বাচন হবে, সেই তিনটিতেই জয় নিশ্চিত তাদের। তবে লোকসভা নির্বাচনের আবহে এই জয়ে ভারসাম্য বদল হবে না সংসদের উচ্চ কক্ষের।
আগামী এপ্রিলে রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেস নেতা নাসির হুসেন, এল হনুমন্তিয়া এবং জি কে চন্দ্রশেখরের। এদিকে সেদিনই মেয়াদ ফুরোবে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরেরও। কর্ণাটকে রাজ্যসভার আসনে জয় পেতে প্রয়োজন ২২৪/(৪+১)+১ = ৪৫.৮ ভোট। এই আবহে কংগ্রেস দু’টি রাজ্যসভা আসনে অনায়াসে জয় লাভ করবে এই রাজ্যে। তৃতীয় আসনের জন্য তাদের জেডিএস এবং নির্দল বিধায়কদের সাহায্য লাগবে। আর সেই সাহায্য না পেলে ‘দ্বিতীয় বাছাই’ ভোটের ওপর ভিত্তি করে উচ্চ কক্ষে যেতে হবে কংগ্রেসের তৃতীয় প্রার্থীকে। অন্যদিকে, বিজেপি ৬৬ জন বিধায়ক নিয়ে রাজীব চন্দ্রশেখরের আসন তো ধরে রাখতে পারবে।