সম্প্রতি আধার-প্যান সংযোগ করার নির্দেশ দিয়েছিল মোদী সরকার। আর সেই মতই এখন সারা দেশে সেই কাজ চলছে। তবে প্রথম থেকেই এর বিরোধিতা করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, একহাজার টাকা গরিব মানুষের কাছ থেকে নিয়ে এই কাজ করা যাবে না।
যদি করতেই হয় তাহলে বিনামূল্যে সেই সংযোগ করতে হবে। এই নিয়ে যখন বিতর্ক অব্যাহত তখন বাংলাকে জন্ম-মৃত্যু নথিবদ্ধ করার জন্য কেন্দ্রীয় পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এতদিন রাজ্য নিজস্বভাবে এই তথ্য সংরক্ষণ করত। এই নিয়ে এখন সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী এনআরসি-র ছায়া পর্যন্ত দেখছে রাজ্য। প্রশ্ন উঠছে, তাহলে কি কৌশলে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, ২০১৪ সালে জন্ম-মৃত্যু নথিভুক্ত করার জন্য অনলাইন পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে এখনও পর্যন্ত ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত রয়েছে। কিন্তু বাংলা নিজেদের সেখানে যুক্ত করেনি। তাই নবান্নে চিঠি পাঠিয়ে যত দ্রুত সম্ভব বাংলাকে সেই পদ্ধতির ব্যবহার করার নির্দেশ পাঠিয়েছে শাহের মন্ত্রক।