আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার জেলায় জেলায় জনসংযোগ দৃঢ়তর করতে তৎপর শাসকদল তৃণমূল। বর্তমানে সারা রাজ্যজুড়ে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে ব্যস্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ দিনে দু’হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। প্রবল গরমের মধ্যে লাগাতার জনসংযোগ, সাংগঠনিক বৈঠক সেরেছেন। হাসিমুখে শুনেছেন জনতার অভাব-অভিযোগ। মাঝে একদিনও বিশ্রাম নেননি। অবশেষে এবার ‘নবজোয়ার’ যাত্রার ২২ দিন পর, গত তিন সপ্তাহে প্রথমবার দুর্গাপুরে বিশ্রাম নেবেন অভিষেক।
উল্লেখ্য, বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগামী ১৬ই মে পশ্চিম বর্ধমান জেলায় ‘নবজোয়ার’ কর্মসূচিতে আসছেন অভিষেক। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় গুরুদ্বার থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি করার পর দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে অধিবেশনে যোগ দেবেন। সেখানেই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের নির্বাচন হবে। পরের দিন ১৭ই মে ওখানেই একদিনের জন্য জিরিয়ে নেবেন তৃণমূল সাংসদ। শনিবার চিত্রালয়ের মেলা ময়দানে সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা তৃণমূল নেতৃত্ব ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। অধিবেশনের সময় মাঠে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেদিকে রাখা হবে তীক্ষ্ণ নজর।