শনিবারই প্রকাশিত হয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফলাফল। প্রত্যাশিতভাবেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। ভরাডুবি হয়েছে বিজেপির। আর এদিনই বর্ধমানে দাঁড়িয়ে আগামী লোকসভা ভোটে পরিবর্তনের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্মশিবিরকে একহাত নিয়ে বললেন, “বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনেই ‘বিদায়ঘণ্টা’ বেজে গিয়েছিল। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির ‘বিসর্জন’ নিশ্চিত।” শনিবার পূর্ব বর্ধমানে দলের জনসংযোগ যাত্রার সভামঞ্চ থেকে অভিষেক জানান, ‘‘কর্ণাটকে ফল বেরিয়ে গিয়েছে। বিজেপি ভোকাট্টা হয়ে গিয়েছে। এ বার লোকসভায় হার শুধু সময়ের অপেক্ষা।’’
শনিবার সরাসরি বিজেপিকে নিশানা করে অভিষেকের বক্তব্য, ‘‘আগামী ২০২৪-এ দিল্লিতে পরিবর্তন এখন সময়ের অপেক্ষা।’’ এদিন মন্তেশ্বরের কুসুমগ্রামের মাঠে সভা করেন অভিষেক। সেখানে তাঁর হুঁশিয়ারি, ‘‘২০২১-এ বাংলায় খুঁটি পুজো হয়েছে। ২০২৪-এ দিল্লীতে গিয়ে বিসর্জন দেব।’’ পঞ্চায়েতের পাশাপাশি লোকসভা ভোট নিয়েও জনতার উদ্দেশে বার্তা দেন অভিষেক। ‘‘হাতে এক বছরও আর সময় নেই। পঞ্চায়েত হোক বা লোকসভা, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। যে রাজনৈতিক দল আমার অধিকারের জন্য লড়বে আমি তাঁকে জেতাব। কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন’’, জানিয়েছেন তৃণমূল সাংসদ।