ক্রমশ বাড়ছে জটিলতা। দিন দিন তিক্ত হচ্ছে রাজ্য সরকার ও রাজ্যপালের সম্পর্ক। অতিসম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজভবনের প্রয়োজন নিয়ে প্রশ্ন তুললেন তিনি। খরচের জন্যই যে একথা বলেছেন, তাও জানান মমতা। পাশাপাশি, রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা নিয়েও শনিবার নিজের মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার মমতার কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। তিনি বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। কর্ণাটকে বিজেপির ভরাডুবি নিয়ে মন্তব্য করার পরেই রাজ্যপাল পদ ও রাজভবনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যপালের শাসনপদ্ধতি নিয়ে বলেন, ‘‘রাজ্যপালেরা কী ভাবে শাসন করছেন? রাজভবনের কী প্রয়োজন রয়েছে?’’ কেন তিনি এই প্রশ্ন তুলেছেন, সে কথাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। বিল বাবদ সর্বত্র প্রচুর অর্থব্যয় হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রাজ্য শিক্ষা দফতরকে না জানিয়েই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আচমকা পরিদর্শনে গিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নতুন নিয়োগ করছিলেন রাজ্যপাল। রবীন্দ্রভারতীর সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘‘যদি দেখি সংবিধান ভাঙা হচ্ছে বা আইন অমান্য করা হচ্ছে তবে আমিও শেক্সপিয়রের হ্যামলেটের মতো কী করব বা কী করব না সেই দোটানায় বসে থাকব না।’’ এই পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। ‘‘তিনি চুপচাপ বসে থাকবেন না তো কি? সবার চাকরি খাবেন? শুনুন আমি রাজ্যপালকে শ্রদ্ধা করি। আপনি প্রশ্ন করলেন বলে আমি উত্তর দিচ্ছি। রাজ্যপালকে আমরা সম্মান দিই কারণ, ওঁর পদটা হল আচার্যের, সম্মাননীয় পদ’’, বক্তব্য মুখ্যমন্ত্রীর।