চলছে সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভারব্রিজ সংস্কারের কাজ। যার জন্য নিয়ন্ত্রণ আসছে ট্রেন চলাচলে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার জেরে সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি জানিয়েছেন, রবিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজে কাজ চলবে। সেই কারণে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারই আপ ও ডাউনের দু’জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস। রেল জানিয়েছে, রবিবার দুপুর ২.০৫ মিনিটের গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪.০৫ মিনিটে। রবিবার সন্ধ্যা ৭.৫০-এ ছাড়ার কথা ছিল হাওড়া-মুম্বই মেলের। সেটি ছাড়বে রাত ১২.২০-তে। হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস রবিবার হাওড়া থেকে রাত ১.১০ মিনিটে ছাড়বে। আবার যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে ভদ্রক-হাওড়া এক্সপ্রেস এবং আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। খড়গপুর পর্যন্ত চলবে এই দুটি ট্রেন।