কালীঘাটে মমতা-সলমান সাক্ষাৎ। শনিবার কলকাতায় অনুষ্ঠান করবেন বলিউড অভিনেতা। পরিকল্পনা মতোই এদিন, অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ভাইজান। গাড়ি থেকে নামতেই দিদিকে নমস্কার জানান সলমান। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা।
একফ্রেমে এলেন দিদি-ভাইজান। ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন সলমন। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে ঢুকে যান। সলমান খান এদিন যোগ দেবেন ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে। সলমানের কলকাতার অনুষ্ঠানকে ঘিরে তৎপর কলকাতা পুলিশ।
সেজে উঠেছে ইস্টবেঙ্গলের মাঠও। ভাইজানের সুরক্ষার খাতিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্লাব চত্বর। প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ক্লাব চত্বরে। কড়া নিরাপত্তা রয়েছে সভাস্থলেও। সন্ধ্যে ৬টায় খুলে দেওয়া হবে প্রবেশদ্বার। নিরাপত্তার কারণে থাকছেন বিপুল সংখ্যার বাউন্সার।