শনিবার সকাল থেকেই কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা পর্ব। ফলের প্রবণতা থেকেই স্পষ্ট দক্ষিণের এই রাজ্যে ফিকে মোদী ম্যাজিক। বদলে উঠেছে সবুজ ঝড়। যা কংগ্রেসের জন্য স্বস্তির বাতাস বয়ে এনেছে। তাদের সরকার গঠন আর মাত্র সময়ের অপেক্ষা। প্রশ্ন হচ্ছে, তবে কি লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত করল কংগ্রেস?
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণে কর্ণাটকে ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস৷ আর কর্ণাটকে মহিলা ভোটই হল অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর৷ কর্ণাটকের ২২৪টি আসনের মধ্যে ১২২টি আসনেই মহিলা ভোটারদের সংখ্যা পুরুষ ভোটারদের থেকে বেশি৷
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় মহিলাদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী৷ যে জনপ্রিয় প্রকল্পের নাম দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার৷ যার ফলে একুশের নির্বাচনে মহিলাদের একপেশে সমর্থন পেয়েছিল তৃণমূল৷ এবারের কর্ণাটক নির্বাচনেও সব অঙ্ক বদলে দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের ২০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি৷