শনিবার সকাল থেকেই কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা পর্ব। ফলের প্রবণতা থেকেই স্পষ্ট দক্ষিণের এই রাজ্যে ফিকে মোদী ম্যাজিক। বদলে উঠেছে সবুজ ঝড়। যা কংগ্রেসের জন্য স্বস্তির বাতাস বয়ে এনেছে। তাদের সরকার গঠন আর মাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই নেতা-কর্মীদের মধ্যে জয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর কংগ্রেসের এই জয়ের পিছনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও তাঁর ‘ভারত জোড়া যাত্রাকেই’ কৃতিত্ব দিয়েছে দল।
গণনা শুরু হতেই হাত শিবিরের জয় জয় রব উঠেছিল। বিজেপিকে পিছনে ফেলে রুদ্ধশ্বাস গতিতে একটির পর একটি আসনে এগিয়ে যাচ্ছিল কংগ্রেস। আর তারপরই কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্য়াকাউন্ট থেকে একটি ভিডিয়ো মন্তাজ আপলোড করা হয়। সেই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান ‘আনস্টপেবল’। আর ‘ভারত জোড়া যাত্রা’ থেকে রাহুল গান্ধীর টুকরো টুকরো ছবি ভেসে উঠছে ভিডিয়োতে। আর এই টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি অপরাজেয়, আমি খুব আত্মবিশ্বাসী, হ্যাঁ আজ আমি অপ্রতিরোধ্য।’
কংগ্রেসের এই জয়ের পিছনে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-কেই কৃতিত্ব দিয়েছে কংগ্রেসের নেতারা। এদিকে ভোট গণনার মাঝেই কংগ্রেস মুখপাত্ররা বিভিন্ন নিউজ চ্যানেলে দাবি করেছেন, রাহুলের ভারত জোড়ো যাত্রা ময়দানে কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে। এর ফলে এই নির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্সে অনেকটাই ইতিবাচক প্রভাব পড়েছে।
এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইটে লেখেন, ‘রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় কর্ণাটকে যে পরিবেশ দৃশ্যমান ছিল তা আজ কর্ণাটকের নির্বাচনী ফলাফলে স্পষ্টভাবে দৃশ্যমান। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা দুর্দান্ত প্রচার করেছিলেন। কর্নাটক সাম্প্রদায়িক রাজনীতি প্রত্যাখ্যান করে উন্নয়নের রাজনীতি বেছে নিয়েছে।’