বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই চিকিৎসা মহল থেকে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে ‘ডিপ্লোমা চিকিৎসক’ প্রসঙ্গ। ইতিমধ্যেই এর সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। কেউ কেউ আবার ‘হাফ ডাক্তার’ বলেও কটাক্ষ করছেন। কিন্তু বাংলায় এই ভাবনা একেবারেই নতুন নয়। সেই বাম জমানা থেকেই রয়েছেন ‘ডিপ্লোমা চিকিৎসক’! হ্যাঁ, সরকারি পরিসংখ্যান এমন দাবিই করেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাম জমানায় সাড়ে তিন বছরে মেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে বহু চিকিৎসক রোগীও দেখছেন।
স্বাস্থ্য দফতর সুত্রে দাবি করা হয়েছে তিনশোরও বেশি এমন ব্যক্তি রয়েছেন রাজ্যজুড়ে, যাঁরা ‘সরকার অনুমোদিত’ সাড়ে তিন বছরের কোর্সে ডাক্তারি পড়ে চিকিৎসক হয়েছেন। হাওড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গের অনেক জায়গাতেই এমন চিকিৎসক রয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, বহু ব্লকে বিএমওএইচ হিসেবে কাজ করছেন তাঁরা। এমনকী অপারেশনও করছেন। গ্রামীণ এলাকায় মূলত চিকিৎসা করেন ‘ডিপ্লোমা কোর্স’ পাশ করা চিকিৎসকেরা। আটের দশকের গোড়ার দিকে মূলত এই কোর্স পাশ করে চিকিৎসা শুরু করেছেন এমন চিকিৎসকের সংখ্যা ৩১১। বাম জমানাতেই নিয়োগ হয়েছে তাঁদের। কেউ সরকারি হাসপাতালে চিকিৎসা করছেন, কেউ কেউ আবার বিএমওএইচ হিসেবে নিযুক্ত হয়েছেন।