এর আগে একাধিক বার সিপিএম-বিজেপি আঁতাতের প্রমাণ মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তুলেছেন, রাজ্যের তৃণমূল সরকারকে পরাস্ত করতে হাত মিলিয়েছে বাম-রাম। এমনও শোনা গিয়েছিল, পঞ্চায়েত ভোটের আগে আরএসএস জোটের প্রস্তাব নিয়ে আসছে সিপিএমের নিচুতলায়। তবে এবার সেসব কিছুকে ছাপিয়ে একই পোস্টার সিপিএম ও বিজেপির! যার ফলে রাম-বাম জোট ঘিরে হইচই ছড়াল ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুধু পোস্টারের ভাষা এক নয়, পোস্টারের ব্যাখ্যায় সিপিএম ও বিজেপির গলাতেও একই সুর। তবে কি পঞ্চায়েত ভোটে তলায় তলায় জোট করতে চলেছে সিপিএম-বিজেপি? প্রশ্ন উঠতে শুরু করেছে ঘাটালে।
ঘাটালের মনোহরপুর গ্রামে একই ভাষার পোস্টার নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি। তিনি বলেন, ‘একই ভাষার পোস্টার ঘিরে কি মনে হয় না সিপিএম ও বিজেপি তলে তলে জোট বাঁধছে? এটা তো জলের মতো পরিষ্কার, একই ভাষায় পোস্টার দিয়ে তৃণমূলকে আক্রমণ করছে দুই দল। তার মানে তলে তলে জোট বাঁধছে সিপিএম ও বিজেপি। এতে তো আমাদেরই সুবিধা হল। যা এতদিন ছিল গোপনে, তা এখন প্রকাশ্যে এসে গেল। কেবলমাত্র ভোটের স্বার্থে একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধছে সিপিএম। তাদের সেই আদর্শ আজ কোথায়?’