আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার জেলায় জেলায় জনসংযোগ দৃঢ়তর করতে তৎপর শাসকদল তৃণমূল। জনসংযোগে ঘাসফুল শিবিরের নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’। গত বৃহস্পতিবারই ২ হাজার কিলোমিটার পথ সম্পূর্ণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কারণে অভিষেককে আবারও প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা। টুইটে শুভেচ্ছা জানালেন তিনি। পাল্টা দলনেত্রীকে ধন্যবাদ দিলেন অভিষেক। মমতা টুইটে লেখেন, ‘‘অভিষেকের নেতৃত্বে জনসংযোগ যাত্রা মানুষের মন জিতেছে। ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যখন আমরা মানুষের আশীর্বাদ এবং জোরদার সমর্থনে অর্জিত মাইলফলক উদ্যাপন করি, তখন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের সংকল্প আরও সুদৃঢ় হয়। বাংলা সাফল্যের নতুন শিখরে পৌঁছবে।”
উল্লেখ্য, এই টুইটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ধন্যবাদ জানান অভিষেক। মমতার আশীর্বাদই তাঁর এবং গোটা দলের অনুপ্রেরণা বলেই টুইটে উল্লেখ করেন অভিষেক। টানা ৬০ দিন ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। বিভিন্ন জায়গায় সভাও করছেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা হবেন, এই নিয়ে ব্যালটে ভোটগ্রহণ পর্বও চলছে। মালদহে তাঁর কর্মসূচিতে যোগদান করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।