স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর এবং বিএড ট্রেনিং থাকলে প্রাথমিকে ২০২২-এ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে বলে জানিয়েছে পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই সিদ্ধান্ত।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতকোত্তর এবং বিএড-এ ৫০ শতাংশ নম্বর রয়েছে এমন প্রার্থীরা ইচ্ছে থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি অন্যান্য শর্তগুলিও মানতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উল্লেখ্য ২০২২-এ টেট এর ফল প্রকাশের দু’মাসের মাথাতেই উত্তীর্ণদের সার্টিফিকেট দিতে শুরু করে পর্ষদ। যাকে নজিরবিহীন হিসাবে দাবি করছেন পর্ষদের আধিকারিকরা।