চোরাচালানে রাশ টানতে এবার বেআইনি ভাবে চলা অবৈধ কয়লা খনিগুলিকে বৈধ করে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে রিভিউ মিটিংয়ে এ বিষয়ে কেন্দ্রীয় কয়লামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁর প্রস্তাব, কেন্দ্র ও রাজ্য দু’তরফে বেআইনি কয়লা খনিগুলিকে বৈধ করে দিলে আয় বাড়বে। তাছাড়া বাংলার যুবকদের কর্মসংস্থানও হবে। মমতার দাবি, ‘কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে বলব, আমাদের দোষ না দিয়ে বিষয়টি দেখুন।’
গতকাল ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ছিল অবৈধ কয়লাখনি প্রসঙ্গ। মমতা বলেন, ‘আমরা বলছি রাজ্য আর কেন্দ্র মিলে করুক। যে খাদানগুলো বেআইনিভাবে চলছে, সেগুলো যদি বৈধ করে দেওয়া হয়, তাহলে চাকরিগুলো পাকা থাকে। শুধু তাই নয়, তাহলে কয়লা আর বাইরে বিক্রিও করতে হয় না, চোরাচালানও হয় না। কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে একটু নজর দিতে বলব। আমাদের দোষ না দিয়ে দেখুন বিষয়টি। আয় বাড়বে।’