সুপ্রিম কোর্টে বড় জয় কেজরি সরকারের। দিল্লির নিয়ন্ত্রণ রাজ্য না কেন্দ্র- কোন সরকারের হাতে থাকবে, তা নিয়েই দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি ঘটিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার বনাম লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতায় তরজা নিয়ে সুপ্রিম রায়ে বলা হয়েছে, পুলিশ, আইন-শৃঙ্খলা ও জমি ছাড়া বাকি সমস্ত প্রশাসনিক ক্ষেত্রেই ক্ষমতার নিয়ন্ত্রণ দিল্লি সরকারের হাতে থাকবে। লেফটেন্যান্ট গভর্নরও রাজ্য সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য।
এর মধ্যে আমলাদের বদলির ক্ষমতাও দিল্লি সরকারের হাতেই রয়েছে। আর ক্ষমতা পেতেই দিল্লি সরকারের এক শীর্ষ আধিকারিককে সরালেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘণ্টা পরেই দিল্লি সরকারের সার্ভিস বিভাগের সচিব পদ থেকে আশীষ মোরে নামক এক আমলাকে সরানো হল। এই বদলির সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী কেজরি হুঁশিয়ারি দিয়ে জানান, শীঘ্রই প্রশাসনিক বড় রদবদল হতে চলেছে। আরও একাধিক আমলার বদলি হবে। এটা কেবল শুরু মাত্র।
সুপ্রিম কোর্টের রায়ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই তিনি ইঙ্গিত দেন যে দীর্ঘদিন ধরে যে সমস্ত আধিকারিকরা জনগণের উন্নয়নের লক্ষ্যে করা কাজে বাধা দিচ্ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘নজরদারির ক্ষমতা এবার আমাদের হাতে থাকবে। যে সমস্ত আধিকারিকরা নিজেদের কাজ সঠিকভাবে করবেন না, তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে’।
আম আদমি পার্টির তরফেও টুইট করে বলা হয়, ‘নির্বাচিত সরকারের হাতে এবার আধিকারিকদের বদলির ক্ষমতা থাকবে। একমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই অফিসাররা কাজ করবেন’।