এবার কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন সদ্যপ্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। মমতাকে ‘আপসহীন সংগ্রামী নেত্রী’ বলে আখ্যায়িত করলেন তিনি। বললেন, প্রধানমন্ত্রী হওয়া উচিত তৃণমূল নেত্রীর। প্রবীণ এই নেতা জানিয়েছেন, মমতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। দিন দশেক আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে এসে স্বামী দাবি করেন, দেশ ধীরে ধীরে ফ্যাসিজমের দিকে এগোচ্ছে। যা প্রতিরোধ করার জন্য শক্তিশালী বিরোধী শিবির প্রয়োজন। আর সেটা যে মমতার নেতৃত্বেই সম্ভব, একবাক্যে তা স্বীকার করে নিয়েছেন প্রবীণ নেতা। সুব্রহ্মণ্যম স্বামী বলছেন,”রাজনৈতিক মহলে আমার অনেক বন্ধু আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যেই একজন। আমি মনে করি, ওঁর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।”
পাশাপাশি স্বামী জানিয়েছেন, ”মমতার মতো লড়াকু এবং আপসহীন নেত্রী দেখা যায় না। দেখুন তো কীভাবে কমিউনিস্টদের হারাল। সেসময় কমিউনিস্টদের সামনে কেউ দাঁড়ানোর সাহস পেত না। কিন্তু মমতা ওদের তাড়িয়ে দেখিয়েছেন।” সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে নিয়মিত মমতার সঙ্গে আলোচনা হয় তাঁর। এমনকী দিন দশেক আগেও সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতের কথা কেউ জানেও না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক সুব্রহ্মণ্যম। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে প্রবীণ বিজেপি নেতাকে।