ব্যাটে আসছে না রান। চলতি আইপিএলে চেনা ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তিনি। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আরও একটি লজ্জার নজির গড়লেন রোহিত। অতিসম্প্রতিই আইপিএলে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছিলেন তিনি। আর গতকাল বেঙ্গালুরুর বিরুদ্ধে রোহিত আউট হয়েছেন ৮ বলে ৭ রান করে। এই নিয়ে আইপিএলের শেষ পাঁচটি ম্যাচে দু’অঙ্কের রান পেলেন না রোহিত। শেষ পাঁচটি ম্যাচটি ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ২, ৩, ০, ০, ৭ রান।
উল্লেখ্য, আইপিএলে আগে কখনও রোহিতকে এত খারাপ ছন্দে দেখা যায়নি। এর আগে ২০১৭ সালের প্রতিযোগিতায় রোহিত পর পর চারটি ম্যাচে দু’অঙ্কের রান করতে পারেননি। সে বার পর পর চার ইনিংসে তাঁর রান ছিল ৩,২,৪ এবং শূন্য। নিজের লজ্জার সেই নজির মঙ্গলবার ঘরের ওয়াংখেড়েতে ছাপিয়ে গেলেন মুম্বই অধিনায়ক। শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, রোহিত ভারতীয় দলেরও অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তাঁর খারাপ ফর্ম উদ্বেগ বাড়াতে পারে গত বার ভারতীয় শিবিরের। ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এ বার চোটের জন্য নেই শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, লোকেশ রাহুলের মতো ব্যাটাররা। তার উপর রোহিতের খারাপ ছন্দ রাহুল দ্রাবিড়ের কপালে ভাঁজ ফেলতে বাধ্য।