শহরে ফের অগ্নিকাণ্ডের খবর। আজ, বুধবার সকালে রাজভবনের কাছে ডালহৌসি চত্বরের এক বহুতলে হঠাতই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে বহুতলের তিনতলার ওপরের অংশ। আগুন লাগার ঘটনার কথা জানতে পেরেই রাজভবন থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে Subh খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন সকাল ১০টা নাগাদ ডালহৌসির শরাফ হাউসের তিনতলার ওপরের ছাদের একটি বিরাট অংশে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। আরও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে। ওই বহুতলে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই খবর।