ক্রমশ জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে বেগনি টুপির দৌড়। প্রথম স্থান থেকে দশম স্থানে থাকা ক্রিকেটারদের মধ্যে মাত্র কয়েক উইকেটের তফাৎ। অর্থাৎ, যে কোনও দিন যে কোনও ক্রিকেটারের একটি ভাল পারফরম্যান্স তাঁকে অনেকটাই উপরে তুলে আনতে পারে। তেমনই উঠে এলেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট পেয়েছেন বরুণ। এক লাফে তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে। এই মুহূর্তে ১১টি ম্যাচে বরুণের দখলে ১৭টি উইকেট। ইকনমি রেট ৭.৮৪। তবে সবচেয়ে বেশি লড়াই প্রথম স্থান নিয়ে। ১৯টি উইকেট নিয়ে তিন জন ক্রিকেটার যুগ্ম ভাবে প্রথম স্থানে রয়েছেন। কিন্তু ইকনমি রেটে এগিয়ে থাকার সুবাদে মহম্মদ শামির দখলে এই মুহূর্তে বেগনি টুপি রয়েছে। ১১ ম্যাচে শামি ১৯ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ৭.২৩।
উল্লেখ্য, শামির সতীর্থ রশিদ খানেরও সমসংখ্যক উইকেট রয়েছে। ইকনমি রেট ৮.০৯ থাকার কারণে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। চেন্নাইয়ের তুষার দেশপান্ডেরও দখলে ১৯ উইকেট। তবে তাঁর ইকনমি রেট ১০.৩৩। প্রথম দশে থাকা বোলারদের মধ্যে সবচেয়ে ভাল ইকনমি রেট পীযূষ চাওলার। তিনি ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। রয়েছেন চার নম্বরে। তাঁর ইকনমি রেট ৭.১৭। এর পরেই রয়েছেন বরুণ। চাওলা এবং বরুণের মতোই একই সংখ্যক উইকেট রয়েছে রাজস্থানের যুজবেন্দ্র চহালের। কিন্তু ৮.০৮ ইকনমি রেট থাকার কারণে তিনি ষষ্ঠ স্থানে। আরশদীপ সিংহ (১৬), রবীন্দ্র জাডেজা (১৫), মহম্মদ সিরাজ (১৫) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৪) রয়েছেন পরবর্তী স্থানগুলিতে।