এবার অধীর চৌধুরীর গড়ে দাঁড়িয়েই পরোক্ষে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বহরমপুর তৃণমূলের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি বহরমপুরের উন্নয়নে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম’।
প্রসঙ্গত, নবজোয়ার যাত্রায় তিন দিন মুর্শিদাবাদে জনসংযোগ সারলেন অভিষেক। এই সফর নিয়ে তিনি জানিয়েছেন, ‘আমি মুর্শিদাবাদের আপামর জনগণের কাছে আজীবন ঋণী হয়ে থাকব। আপনাদের নিঃস্বার্থ ভালোবসা, আমাদের উপর আস্থা ও সমর্থনে আমি মুগ্ধ৷’
সোমবার জনসংযোগ যাত্রার চতুর্দশ দিন ছিল। অভিষেক বলেন, ‘মুর্শিদাবাদের মানুষের আশীর্বাদকে শিরে ধারণ করে, আমি আগামী দিনের যাত্রার জন্য প্রস্তুত। যতই প্রতিকূলতা আসুক, আমরা তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করার যে ব্রত নিয়েছি তা বাস্তবায়িত করবই।’