তৃণমূল হাই কোয়ালিটি ডিভিডি, বিজেপি ভাঙা ক্যাসেট। এবার বহরমপুরের সভা থেকে ঠিক এই ভাষাতেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে আসবে তৃণমূল।
গতকাল দ্রব্যমূল্য-সহ নানা ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধোনা করেন অভিষেক। মমতা সরকারের নানাবিধ প্রকল্পের বিপরীতে কেন্দ্রের বঞ্চনার আখ্যান তুলে ধরে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গত দুই বছরে ৩৭ হাজার কোটি টাকা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে। অন্যদিকে মোদী ১০০০ টাকা নিয়ে চলে যাচ্ছে আধার লিঙ্কের নাম করে।’
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দিল্লীর বুকে বৃহত্তর আন্দোলনের ডাক দেন অভিষেক। বলেন, ‘দিল্লীর বুকে বৃহত্তর আন্দোলন হবে। কোনও নেতা কানে তুলো গুঁজে থাকতে পারবে না বকেয়া আদায় নিয়ে…ওদের তথ্য দিয়েই ওদের গোল দেব। যদি ওরা তথ্য নিয়ে আসে।’ এরপরেই অভিষেকের সংযোজন, ‘তৃণমূল হাই কোয়ালিটি ডিভিডি, বিজেপি হচ্ছে ভাঙা ক্যাসেট। তৃণমূল জিতলে মানুষ শক্তিশালী হবে, হারলে মানুষ দুর্বল হবে।’