নয় বছর পর ফের কোপা দেল রে খেতাব এল রিয়াল মাদ্রিদের ঘরে। সেভিয়ায় আয়োজিত ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ২০তম কোপা দেল রে প্রতিযোগিতা জিতলেন বেঞ্জেমারা। একইসঙ্গে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিল রিয়াল-বাহিনী। এদিন খেলার ১০৬ সেকেন্ডেই টোনি ক্রুসের প্রতিহত হওয়া শট কার্যত অরক্ষিত অবস্থায় পেয়ে ব্রাজিলীয় ফরোয়ার্ড রদ্রিগো রিয়ালেক এগিয়ে দেন। যা স্পেনীয় কাপ ফাইনালে শেষ ১৭ বছরে দ্রুততম গোল। ওসাসুনার লুকাস তোরোর গোলে ৫৮ মিনিটেই ১-১ হয়ে যায়। তখন স্টেডিয়ামে রীতিমতো উৎসব শুরু করে দিয়েছিলেন সেভিয়ায় প্রিয় দলের খেলা দেখতে আসা প্রায় হাজার পঁচিশেক ওসাসুনা সমর্থক। যদিও দীর্ঘস্থায়ী হয়নি তাদের সেই উচ্ছ্বাস।
ম্যাচের ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন রদ্রিগো। জন্য। রিয়ালের জয়ের নায়ক বলেন, ‘‘স্প্যানিশ কাপ জয় আমার কাছে আলাদা আবেগের।’’ এখানেই থেমে থাকেননি তিনি। ‘‘এ’সপ্তাহে যতবার আমরা এক জায়গায় হয়েছি, ততবারই আলোচনার বিষয়টা ছিল, এই প্রতিযোগিতায় আমরা কত দিন আগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলাম! নিজের ভাল লাগছে এতদিনের অপেক্ষা শেষ করায় অবদান রেখে। ভাবতেই পারছি না, এই রকম একটা ফাইনালে আমি একাই দু’টি গোল করতে পেরে’’, আবেগাপ্লুত গলায় জানিয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।
