ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা৷ যন্তরমন্তরে দিনের পর দিন চলছে অবস্থান বিক্ষোভ৷ আর তাতে শামিল হয়েছে সংযুক্ত কিষান মোর্চাও। এবার তা নিয়েই কৃষকদের হুঁশিয়ারি দিলেন ব্রিজভূষণ। কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে আসলে ভুল করছেন কৃষকরা, এমনটাই দাবি করেছেন অভিযুক্ত বিজেপি সাংসদ। একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি বলেছেন, তদন্ত শেষ হওয়া পর্যন্ত সকলের অপেক্ষা করা উচিত।
প্রসঙ্গত, রবিবারই কুস্তিগিরদের সমর্থনে যন্তর মন্তরে উপস্থিত হন খাপ পঞ্চায়েতের সদস্যরা। তার আগেই শনিবার কিষান মোর্চার তরফে জানানো হয়, কুস্তিগিরদের সমর্থনের দেশজুড়ে মিছিল বের করার পরিকল্পনা করছেন তাঁরা। এই খবর প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ২৫ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেন ব্রিজভূষণ। সেখানেই কৃষকদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নিজেকে আবারও নির্দোষ বলে দাবি করেন তিনি। বলেন, ‘খাপ পঞ্চায়েতের কাছে আমি হাতজোড় করছি, তদন্তের রিপোর্ট বেরনো পর্যন্ত অপেক্ষা করুন। রিপোর্ট দেখে আপনাদের অনুতপ্ত হতে হচ্ছে, এমনটা যেন না হয়। যদি দোষী সাব্যস্ত হই, তাহলে আমি নিজেই খাপ পঞ্চায়েতে যাব। তখন আমাকে জুতোপেটা করে মেরে ফেলবেন। কিন্তু আমার অনুরোধ, ছোটরা যা ভুল করছে সেটা আপনারা করবেন না।’
