রবীন্দ্রজয়ন্তীর আগের দিন আদালতে পেশের সময় এবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেল কবিগুরুর কবিতা। বললেন, ‘মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি/অগ্নি দিল তবুও গলিল না সোনা।’
প্রসঙ্গত, জেল হেফাজত শেষে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, নীলাদ্রি ঘোষ-সহ ছ’জনকে আলিপুর আদালতে তোলা হয়। নীল রংয়ের পাঞ্জাবি পরে বেশ হাসিমুখেই আদালত চত্বরে দেখা যায় পার্থকে।
সাংবাদিকদের সামনে প্রথমেই রবীন্দ্রনাথের কবিতা পাঠ করেন তিনি। বলেন, ‘মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি / অগ্নি দিল তবুও গলিল না সোনা।’ একইসঙ্গে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির প্রশংসায় পঞ্চমুখ হন পার্থ। বলেন, ‘অভিষেকের নবজোয়ার কর্মসূচি ১০০ শতাংশ সফল। নবজোয়ার আসলে জনজোয়ার।’